
সংগৃহীত
আন্তর্জাতিক আর্থিক অনিশ্চয়তা এবং ডলারের দরপতনের প্রভাবে বিশ্ববাজারে আবারও বাড়ছে সোনার দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়ায় স্বর্ণের মূল্য রেকর্ড ছুঁয়েছে। বৈশ্বিক এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও, যেখানে ভরি প্রতি দাম বেড়েছে এক হাজার টাকারও বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৩ হাজার ৩০৫ দশমিক ৩৯ মার্কিন ডলার, যা গত ১২ মে-র পর সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, গত ৭ মে থেকে ধারাবাহিকভাবে ডলারের মান কমছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই সাধারণ ডলার সূচক ১ পয়েন্টের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল নিয়ে অনিশ্চয়তাও এই দরপতনে ভূমিকা রাখছে। এতে করে সোনার ওপর বিনিয়োগকারীদের নির্ভরতা বেড়েছে।
এই পরিস্থিতির প্রতিফলন পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত শনিবার (১৭ মে) সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা, যা রোববার (১৮ মে) থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের পূর্বাভাস, বিশ্ববাজারে ডলার ও নীতিনির্ধারকদের অবস্থানের ওপর নির্ভর করে সামনের দিনগুলোতেও সোনার দর আরও বাড়তে পারে। বিনিয়োগে নিরাপদ বিকল্প হিসেবে সোনার গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি।
হ্যাপী