
ছবি: জনকণ্ঠ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকার ইউপি সদস্য মোস্তফা শেখের মেঝ ভাই মাহাতাব শেখের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২১ মে) বিকেলে কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহতের বোন রোমেছা বেগম, মারুফা বেগম, ভাইপো মহসিন শেখ, ভাই ওহাব শেখ, লিটন শেখ, রিপন শেখ, চাচাতো ভাই আশরাফ হোসেন, মান্নান শেখ, মিজান শেখ ও লুৎফার রহমান শেখসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য দেন।
তারা বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় বারবার নানাবিধ অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এরাই পূর্বপরিকল্পিতভাবে মাহাতাব শেখকে হত্যা করেছে। বক্তারা দ্রুত মামলার অন্য আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার (১৭ মে) দুপুরে নিহতের ভাই রিপন শেখ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামি ইমরান মোল্লা রিপনকে গ্রেপ্তার করেছে।
শহীদ