
ছবি: জনকণ্ঠ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৪৪) এবং এফিলিস হাগিদক (৫২) নামের দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা ও গজনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ পেশায় ভ্যানচালক এবং কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে। অপরদিকে, এফিলিস হাগিদক ছিলেন সিএনজি অটোরিকশাচালক এবং গজনী এলাকার সহেন সিমসাংয়ের ছেলে। দেড় ঘণ্টার ব্যবধানে এ দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার দুপুরে নিজ নিজ এলাকায় নিহতদের দাফন সম্পন্ন করা হয়। এদিন নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি গান্ধিগাঁও ও বড় গজনী গ্রামে গিয়ে দুই পরিবারকে সমবেদনা জানান এবং প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।
অন্যদিকে, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে হাতি তাড়ানোর জন্য স্থানীয়দের মাঝে ৪০ লিটার জ্বালানি তেল বিতরণ করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ২০-৩০টি বন্য হাতির একটি দল দরবেশতলা এলাকায় হানা দেয়। আকাশ হাতি তাড়াতে গেলে এক হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড়ে ফেলে পায়ে পিষ্ট করে হত্যা করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে এফিলিস হাগিদক আরও তিনজনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। গজনী এলাকায় একটি হাতির দল রাস্তা আটকে রাখে। অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও এফিলিস হাগিদক পালাতে না পেরে হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে শেরপুর জেলা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবীর বলেন, “বন্যপ্রাণি দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের একটি নীতিমালা রয়েছে। নিহত দুইজনের পরিবার সেই অনুযায়ী আবেদন করলে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে **সুফল প্রকল্প, সোলার ফেন্সিং, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)**সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির নেতা মো. মাহমুদুল হক রুবেল বলেন, “হাতির নিরাপদ অভয়ারণ্য ও পর্যাপ্ত খাবারের অভাবেই এই সংঘাতের জন্ম হচ্ছে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে হাতির জন্য আলাদা অভয়ারণ্য ও খাবারের ব্যবস্থা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।”
শহীদ