
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রাম থেকে মাদকবিরোধী অভিযানে ৯শ পিস ইয়াবা ট্যাবলেট ও আধা কেজি গাঁজাসহ মোঃ মনফর মিয়া (৪৮) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৪১ হাজার ৬৫ টাকা জব্দ করা হয়। সে মন্দরী গ্রামের বাসিন্দা মৃত হিরন মিয়ার ছেলে।
বুধবার (২১ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে বানিয়াচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। রাতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।
রাজু