ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

চলচ্চিত্র উৎসবে নজর কাড়ছে ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাতারা

প্রকাশিত: ১৫:৫৪, ২১ মে ২০২৫

চলচ্চিত্র উৎসবে নজর কাড়ছে ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাতারা

ছবিঃ শিল্পকলা একাডেমীর ফেইসবুক পেইজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র চলচ্চিত্র উৎসব ২০২৫’। ২৭ থেকে ৩১ মে পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে আয়োজিত এই উৎসবে প্রদর্শিত হবে ৮৯টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র, যার মধ্যে রয়েছে দেশের তরুণ ও নবীন নির্মাতাদের কিছু ব্যতিক্রমধর্মী কাজ।

এই উৎসবে বিশেষভাবে চোখে পড়ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নির্মিত মোট আটটি চলচ্চিত্র।

তালিকায় প্রথমেই রয়েছে সায়দুস সালেহীন জায়েম পরিচালিত ‘কালাপাথর’একটি অন্ধ লোভের গল্প, যেখানে মানুষ ও প্রকৃতির সংঘাত ভয়াবহ পরিণতির দিকে গড়ায়। উল্লেখ্য যে চলচ্চিত্রটি বিউপি চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত হয়েছে। 

বিভিন্ন বিভাগে নির্বাচিত ছবির পোস্টার

আহসাবুল ইয়ামিনের ‘যায় যায় দিন’ এক নির্জন ছাত্রাবাসে আটকে পড়া এক ছাত্রের একাকিত্ব, ভয়, ও অস্তিত্ব সংকটের গল্প—যেটি করোনাকালের এক অনুপম আত্মজৈবনিক ছবি হয়ে দাঁড়ায়।

মোহীন রাখাইন পরিচালিত ‘A Snail Without Shell’—একটি গারো গ্রামে উচ্ছেদের মুখোমুখি এক বৃদ্ধ দম্পতি তাদের দূর সম্পর্কের নাতির জন্য অপেক্ষা করছে, যেন সময়ের কাছে হেরে যাওয়া মানুষের অপেক্ষা এখানে নীরব প্রতীক হয়ে ওঠে। যায় যায় দিন ও A Snail Without Shell চলচ্চিত্র দুটি প্রযোজনা করেছেন বিভাগের শিক্ষক ও অভিনেতা মনোজ প্রামাণিক, তাঁর ‘মনপাচিত্র’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। এরমধ্যে ‘যায় যায় দিন’ ও ‘A Snail Without Shell’ দেশে-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে ইতিমধ্যে।

ইউসুফ কোরাইশি নির্মিত ‘লাশ’ ছবিতে হাস্যরসের মোড়কে এক মৃতদেহের যাত্রার মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় সমাজের মানবিকতা, দৃষ্টিভঙ্গি ও ভঙ্গুর অবকাঠামোর ওপর।

বিভিন্ন বিভাগে নির্বাচিত ছবির পোস্টার

এরপরই রয়েছে ‘সাউন্ড অফ সাইলেন্স’, যেটি যৌথভাবে পরিচালনা করেছেন সৌমিক বক্সি দীপ্ত, ইরফানুল হক, সানজিদা স্বর্ণা ও পিয়াল সরকার। এই চলচ্চিত্রে দেখা যায়, একজন ব্যক্তি খরগোশ মেরে খাওয়ার পর থেকে ক্রমশ তার শ্রবণশক্তি হারাতে থাকে। কানের পচন ধীরে ধীরে তার শরীরের সঙ্গে সঙ্গে মনকেও গ্রাস করে, এবং এক ধরনের মানসিক দ্বন্দ্বে নিমজ্জিত হয়ে চলচ্চিত্রটি একটি গা ছমছমে অথচ বিমূর্ত সমাপ্তির দিকে এগিয়ে যায়।

অন্যদিকে, বান্দরবানের পাহাড়ি বিহারে এক মারমা শিশু সিদ্ধার্থের শ্রমণ জীবনের আত্ম-অনুসন্ধান এবং নিজের ভেতরের বুদ্ধকে খুঁজে পাওয়ার গল্প নিয়ে নির্মিত ইকবাল হাসান খানের প্রামাণ্যচিত্র ‘বাড়ি ফিরে বুদ্ধ’  দর্শককে নিয়ে যাবে আত্মউপলব্ধি ও পরিশুদ্ধির এক অন্তরাত্মার যাত্রায়।

গোলাম মুনতাকিম পরিচালিত এবং অভীক চন্দ্র তালুকদার প্রযোজিত ‘যন্তর’ একটি পোল্ট্রি ফিড কারখানার শ্রমিকদের জীবনকে কেন্দ্র করে নির্মিত—একটি শ্রম, যন্ত্র এবং মানবিকতার মধ্যকার অদৃশ্য দ্বন্দ্বের ছবি।

সবশেষে আছে ইশতিয়াক জিহাদের ‘Whisper of the Ink’—জুলাই বিপ্লবের উত্তাল সময়ে কারফিউর মধ্যে একজন কার্টুনিস্ট ও তাঁর স্ত্রীর সন্তান জন্মের মুহূর্ত নিয়ে নির্মিত এক শ্বাসরুদ্ধকর মানবিক গল্প। 

এছাড়াও, একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফজলে হাসান শিশিরের সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ঝিড়িপথ পেড়িয়েও’ উৎসবে স্থান পেয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এই উৎসব শুধু উদীয়মান নির্মাতাদের জন্য এক বিরল প্ল্যাটফর্মই নয়, বরং বাংলাদেশের অঞ্চলভিত্তিক, রাজনৈতিক, ও মানবিক গল্পগুলোকে সামনে আনার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। আগামী প্রজন্মের চলচ্চিত্রের ভাষা ও বর্ণনায় নতুন আঙ্গিক যুক্ত করার এই প্রয়াস নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য।

সাব্বির

×