ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

৮ হাজার টন আবর্জনায় ঢাকা শহর!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২১ মে ২০২৫

৮ হাজার টন আবর্জনায় ঢাকা শহর!

বলিভিয়ার কোচাবাম্বা শহরের রাস্তায় জমে আছে প্রায় ৮ হাজার টন আবর্জনা। আর তার সাথে ছড়িয়ে পড়ছে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি। গত কয়েক সপ্তাহ ধরে শহরের নানা প্রান্তে আবর্জনা সংগ্রহ বন্ধ হয়ে আছে।

এক দিকে ময়লার পাহাড় জমেছে। অন্য দিকে বাসিন্দারা বারবার নিষেধ করার পরও অনেকে যেখানে সেখানে ময়লা ফেলে যাচ্ছেন। কিছু জায়গায় স্থানীয়রা নিজেরাই সাইনবোর্ড লাগিয়ে অনুরোধ করেছেন, ‘নিজের আবর্জনা সঙ্গে ফিরিয়ে নিন’। 

কিন্তু কেউ ই যেন কথা শুনতে রাজি নয়। বেড়েই চলেছে আবর্জনার স্তর। স্কুলের পাশেও এখন ময়লা জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে গন্ধ এত তীব্র হয় যে ছোট ছোট বাচ্চাদের স্কুলে আসা কঠিন হয়ে পড়েছে। 

কোচাবাম্বা প্রতিদিন ৬০০-৮০০ টন আবর্জনা তৈরি করে। অথচ এখন রাস্তায় জমে আছে প্রায় আট হাজার মেট্রিক টন বর্জ্য। আবর্জনার মাঝে জন্ম নিচ্ছে মশার ঝাঁক। ছড়িয়ে পড়ছে নানা রকম সংক্রমণের ভয়। দ্রুত সমাধান না আসলে হয়তো এই প্রাচীন পাহাড়ি শহরটা হারিয়ে যাবে আবর্জনার বিশাল পাহাড়ের নিচে। 

বলিভিয়ার কোচাবাম্বা শহরে ময়লার সংগ্রহ বন্ধ হওয়ার মূল কারণ হলো স্থানীয়দের প্রতিবাদ ও ল্যান্ড ফিল্ড বন্ধের দাবি। শহরের বাইরে যেই বড় বড় ময়লার ভাগাড় ছিল, সেখান থেকে দুর্গন্ধ ও দূষণ ছড়িয়ে পড়েছিল আশপাশের এলাকায়। এতে অসুস্থতা বাড়তে থাকায় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উঠে। তারা দাবি করেন, ময়লার ভাগাড়টি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। আর এই দাবিতে চলতি বছরের এপ্রিলের শুরুতে তারা ল্যান্ডফিলের রাস্তা অবরোধ করে দেয়। যার ফলে শহরের কোথাও আর ময়লা ফেলা বা সংগ্রহ করা সম্ভব হয়নি। এর উপর প্রশাসন আগেই প্রতিশ্রুতি দিলেও সময়মতো বিকল্প ব্যবস্থা নেয়নি। তাই ধীরে ধীরে রাস্তায় জমে যেতে থাকে হাজার হাজার টন আবর্জনা। এখন পরিস্থিতি এতটাই খারাপ যে গোটা শহর এক বিশাল ময়লার স্তুপে পরিণত হয়েছে। 

মুমু

×