
ছবি: সংগৃহীত
চীন বিশ্বে প্রথম ড্রোন ‘মাদারশিপ’—জিউ থিয়ান ক্যারিয়ার—উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে, যা একসঙ্গে ১০০টি এআই-নির্দেশিত ‘কামিকাজে’ ড্রোন উৎক্ষেপণ করতে সক্ষম।
সাত হাজার কিলোমিটার রেঞ্জ এবং উন্নত স্কোয়াড-লঞ্চ প্রযুক্তিসহ এই জিউ থিয়ান ড্রোন মাদারশিপ আকাশযুদ্ধের নিয়ম বদলে দিতে পারে। ২০২৪ সালের ঝুহাই এয়ার শো-তে প্রকাশিত এই প্রযুক্তি পশ্চিমা ব্যবস্থাগুলোর—যেমন MQ-9 রিপার ও RQ-4 গ্লোবাল হকের—চেয়েও আধুনিক ও কার্যকর বলে মনে করা হচ্ছে।
তাইওয়ানের প্রতি চীনের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে, এই নতুন প্রযুক্তি সামরিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জিউ থিয়ান তাইওয়ান প্রণালী ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে এই মাদারশিপ।
সূত্র: https://www.hindustantimes.com/videos/taiwan-invasion-soon-china-unveils-drone-mothership-jiu-tian-that-can-carry-100-attack-drones-101747756670415.html
এএইচএ