ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কিছু ব্যক্তি সরকারের ভেতরে অনুপ্রবেশ করে বাংলাদেশকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে, এ এক গভীর ষড়যন্ত্র: মির্জা ফখরুল

প্রকাশিত: ০৭:০২, ২১ মে ২০২৫; আপডেট: ০৭:০৪, ২১ মে ২০২৫

কিছু ব্যক্তি সরকারের ভেতরে অনুপ্রবেশ করে বাংলাদেশকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে, এ এক গভীর ষড়যন্ত্র: মির্জা ফখরুল

ছবি:সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ফেসবুক বার্তায় বলেন, দেশে বিভাজনের রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন।

 

 

তিনি বলেন, “আমরা লক্ষ্য করছি, কিছু ব্যক্তি সরকারের ভেতরে অনুপ্রবেশ করে বাংলাদেশকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। এ এক গভীর ষড়যন্ত্র।”

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওপর সবসময়ই গুরুদায়িত্ব এসে পড়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। এই দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ও দেশনেত্রী খালেদা জিয়ার কর্মধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের স্মরণ রাখতে হবে, যেন কেউ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণ করতে না পারে, গণতন্ত্রকে যেন আর কখনও ফ্যাসিবাদ ও স্বৈরাচার দ্বারা দমন করা না যায়।”

মহাসচিব বলেন, “বাংলাদেশকে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশে পরিণত করার যে কর্মযজ্ঞ শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তা আমাদের চলমান রাখতে হবে। এই ক্ষণজন্মা মহাপুরুষকে আমরা বেশি দিন ধরে রাখতে পারিনি, কিন্তু তার আদর্শ আমাদের চলার পথ দেখায়।”

তিনি বর্তমান পরিস্থিতিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন, “আজও দেশবিরোধী চক্রান্ত চলছে, দেশের গণতন্ত্র হরণ করার অপচেষ্টা চলছে। ১৫ বছর ধরে দেশ একটি ফ্যাসিস্ট শাসনের অধীনে ছিল। দেশের ভেতর ও সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার পাঁয়তারা চলছে।”

বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছেন। কিন্তু আজ আবারও একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।”

শেষে তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

---

আঁখি

×