
ছবিঃ সংগৃহীত
বিএনপিকে ঘিরে দেওয়া মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতি। অভিযোগ করা হয়েছে, তিনি বিএনপিকে “আওয়ামী লীগের টাকায় পরিচালিত” বলে মন্তব্য করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলটির আদর্শ ও নেতাকর্মীদের অপমান করেছেন।
মঙ্গলবার (২০ মে) কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে হাসনাত আবদুল্লাহর পক্ষে-বিপক্ষে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়।” এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানায় এবং ৭ দিনের আল্টিমেটাম দেন।
বিএনপির নেতাকর্মীরা এক বিবৃতিতে বলেন, “হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য শুধু রাজনৈতিক বিপক্ষতার প্রকাশ নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের চরম অবমাননা। এটি জনাব তারেক রহমান ও বিএনপির প্রতি লক্ষ লক্ষ নির্যাতিত কর্মীর অপমান।”
বিএনপির শ্রদ্ধেয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার ঘোষিত সাত দিনের আল্টিমেটামের পূর্ণ সমর্থন জানিয়ে নেতাকর্মীরা বলেন, “এটা অনুরোধ নয়, এটা দাবি। আমরা দেবিদ্বারের জনগণের মেজরিটিকে গালি দেওয়া হয়েছে—এ জন্যও তাকে জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
ইমরান