
ছবিঃ সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তার জবাব যদি বিএনপিশুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যেও তোমারেখুঁজে পাওয়া যাবে না।”
মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র ও সুশাসন: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, আজ আদালত তার পক্ষে রায় দিয়েছে। কিন্তু শুধুমাত্র প্রতিহিংসার বশে, ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড ও লুটপাটের স্বার্থে ইশরাক হোসেনকে ওই পদে বসতে দেওয়া হচ্ছে না। আদালতের রায় মানা না হলে তাকে ‘বন্য’ এবং ‘ফ্যাসিস্ট’ বলা হয়। সরকার সেই পথেই যাচ্ছে কি না, সেটাই এখন চিন্তার বিষয়।”
শামসুজ্জামান দুদু আরও বলেন, “একজন বলেছে, বিএনপি নাকি আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করে। বাবা, যখন বিএনপি রাজনীতি শুরু করেছিল, তখন তোমার তো জন্মই হয়নি, এমনকি তোমার বাবারও না। কথা বলার আগে একটু চিন্তা করো, ভাবো।”
তিনি বলেন, “আমরা ভেবেছিলাম, তোমরা জাতীয় রাজনীতিতে এসে কিছু একটা করবে। কিন্তু যখন আবালের মতো কথা বলো, তখন জনগণের কাছে তোমাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি একমাত্র দল, যার নেতৃত্বে একজন আপসহীন নেত্রী আছেন, যিনি ছয় বছর ধরে জেলে বন্দি। তাঁর জীবন সংকটাপন্ন। অথচ যারা আজকে অপমানজনক কথা বলছে, তারা ইতিহাস জানে না।”
দুদু বলেন, “যদি বিএনপির কর্মীরা শুধু প্রস্রাব করেও প্রতিক্রিয়া দেখাত, তাহলে সেই প্রস্রাবের তোড়ে তোমরা বঙ্গোপসাগরে গিয়ে পড়তে। সব কিছুর একটা সীমা থাকা উচিত। এমন কোনো কথা বলো না, যার দায়িত্ব নিতে পারবে না।”
তিনি শেষে বলেন, “বিএনপি সম্পর্কে ভিত্তিহীন অভিযোগ করে লাভ নেই। গণতান্ত্রিক রীতিনীতি না মানলে, ফ্যাসিস্টদের দলে নিজেকেই চিহ্নিত করতে হবে। প্রতিহিংসামূলক রাজনীতি থেকে সরে আসতে হবে।”
ইমরান