ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আবারও বিক্ষোভের ডাক এনসিপির

প্রকাশিত: ২৩:০৫, ২০ মে ২০২৫

আবারও বিক্ষোভের ডাক এনসিপির

ছবিঃ সংগৃহীত

সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল (বুধবার) সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

নির্বাচন কমিশনের ওপর অনাস্থা জানিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২০ মে) রাজধানীর রূপায়ন টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

সদস্য সচিব আখতার হোসেন বলেন, “অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নিতে হবে—এটাই আমাদের দাবি। এই দাবিতে আগামীকাল সকাল ১১টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “বর্তমানে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। কিন্তু নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাদের গঠন প্রক্রিয়াতেই ত্রুটি রয়েছে। তারা সংস্কার প্রস্তাবনাগুলো আমলে নেয়নি। তাই আমরা মনে করি, তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সূত্রঃ https://youtu.be/gIPOMFr2n1E?si=khYvj-szFUuZE9t_

ইমরান

×