ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১১:১৯, ২১ মে ২০২৫

অবিরাম বৃষ্টিতে কুড়িগ্রামে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

ছবি: দৈনিক জনকন্ঠ

রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কুড়িগ্রাম ও তার আশেপাশে  জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে। 

বৃষ্টির কারণে শহরের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের রাস্তাগুলো খানাখন্দ থাকায় বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পড়েছে। 

বর্তমানে চলছে ধান কাটামাড়াই করার মৌসুম। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪২ দশমিক ৭ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস। 

নীচু জমির ধানক্ষেতগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। চরম বিপাকে পড়েছে কৃষকরা। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, “এ অবস্থা আরও কয়েকদিন চলবে।”  

কুড়িগ্রাম শহরের সবুজপাড়া, পোস্ট অফিস পাড়া, হাসপাতাল পাড়া, রৌমারি পাড়া এলাকার রাস্তায় খাল-খন্দর  বেশী থাকায় প্রতিটি রাস্তায় পানি জমে আছে। চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। শহরের অধিকাংশ অপরিকল্পিত ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় পানি গুলো বের হতে পারছে না। মানুষের ঘরে পানি উঠেছে।  চরম দুর্ভোগে পড়েছে মানুষ। 

মিরাজ খান

×