
ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি বলেছেন, ভারতের স্থলপথে বাংলাদেশি কিছু পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ আমাদের জন্য আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, ব্যবসায়ীদের সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এটি আমাদের জন্য ইতিবাচক হবে।
উপদেষ্টা আরও জানান, স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে, যেখানে অপটিক্যাল ফাইবার সংযোগ পৌঁছায়নি, সেখানে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্টারলিংক সেবা বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসইউ