
সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি গণমাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
বুধবার (২১ মে) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে এমন ২৪টি ভুয়া তথ্যের তালিকা প্রকাশ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে—এসব খবর সত্য নয় এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হচ্ছে।
প্রতিটি গুজবের স্ক্রিনশটসহ “ফেক কার্ড” হিসেবে আলাদা করে তুলে ধরা হয়েছে। এসব পোস্টের মাধ্যমে সেনাবাহিনী জনসাধারণকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, এসব ভুয়া তথ্যের উৎসের মধ্যে রয়েছে পার্শ্ববর্তী দেশের কিছু ইউটিউব চ্যানেল ও অনলাইন গণমাধ্যম। শুধু তাই নয়, দেশ-বিদেশের একাধিক ইউটিউবারও নিজেদের চ্যানেলে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে নানা মনগড়া তথ্য ছড়িয়েছেন।
তবে সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—এসব তথ্যভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ফেসবুক পেজে ভুয়া তথ্যের তালিকা প্রকাশ করলেও সেনাবাহিনী বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় না গেলেও, সাধারণ মানুষকে এসব গুজব থেকে দূরে থাকতে এবং যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।
ফুয়াদ