ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন টাকায় থাকছে শহিদ সাঈদ-মুগ্ধের গ্রাফিতি, বাদ যাচ্ছে মুজিবের ছবি

প্রকাশিত: ২১:৪৯, ২১ মে ২০২৫

নতুন টাকায় থাকছে শহিদ সাঈদ-মুগ্ধের গ্রাফিতি, বাদ যাচ্ছে মুজিবের ছবি

ছবি: সংগৃহীত।

নতুন ডিজাইনের কাগজের নোট শিগগিরই বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এবারের নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। বরং নতুন নোটের নকশায় উঠে আসছে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতি, তারুণ্য, সুন্দরবন এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতি।

বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে বাজারে আসবে নতুন ২০ টাকার নোট, যেখানে থাকবে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও একটি বৌদ্ধ মন্দিরের ছবি। এরপর ২৯ বা ৩০ মে আসবে ৫০ টাকার নোট, এতে থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র এবং আতিয়া মসজিদ। ১ জুন বাজারে আসবে ১০০০ টাকার নতুন নোট, যেখানে থাকবে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের চিত্র।

ঈদের পর আসতে পারে ৫ টাকার নতুন নোট, যাতে থাকবে আবু সাঈদ ও মুগ্ধ নামের দুই শহীদ তরুণের অবয়ব। তবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্বের কারণে এটি কিছুটা দেরিতে বাজারে আসবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, "নতুন নোটের ডিজাইন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। কাগজ সংগ্রহ করা হয়েছে এবং ছাপার কাজ শুরু হয়েছে। এবারের নোটে কোনো মানুষের পূর্ণাঙ্গ ছবি নেই, তবে জাতীয় ইতিহাস, সংস্কৃতি এবং পরিবেশগত বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "আমার ধারণা, ঈদের আগেই কয়েকটি নতুন নোট বাজারে আসবে।"

জানা গেছে, গত বছরের আগস্টে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন নোটের নকশা চূড়ান্তের প্রস্তাব করা হয়েছিল। তবে বাস্তবতা হলো, নকশা প্রণয়ন, নিরাপত্তা উপকরণ নির্ধারণ, বিদেশ থেকে কাগজ আমদানি এবং দরপত্রসহ পুরো প্রক্রিয়া সম্পন্নে ৫ থেকে ৭ মাস সময় প্রয়োজন হয়। ফলে ঈদুল ফিতরের আগেই নোট ছাড়ার পরিকল্পনা সম্ভব হয়নি।

নুসরাত

×