ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবিদুর রহমান নিপু, ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৫, ২০ মে ২০২৫

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তামান্না আক্তার লীমা (২৫) নামে জনৈকা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে গৃহবধূর বাবার বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় যা নিশ্চিত করেন এসআই রতন কুমার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রমজান মাসে সরকারি ইয়াছিন কলেজের ডিগ্রী ক্লাসের তামান্নার সাথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নাঈম ভুঁইয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী ও স্ত্রীর সম্মতিতে কনসেপ টিউবে বাচ্চা নেওয়ার সুবাদে চিকিৎসকদের ভুল অপারেশনে লীমার জরায়ু কেটে ফেলায় মা হওয়ার সকল পথ বন্ধ হয়ে যায় গৃহবধূ লীমার। এ নিয়ে স্বামী ও তার পরিবারের লোকজন লীমাকে দায়ী করে বিভিন্ন সময় চরম লাঞ্ছিত করার পাশাপাশি তার উপরে অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। লীমার স্বামী নাঈম ভুঁইয়া ফরিদপুর স্থানীয় একটি হসপিটালের রিসিপশন বিভাগে চাকরি করে। তার স্ত্রী কখনও সন্তান হতে পারবে না এনিয়ে পরিবারের সঙ্গে তালমিলিয়ে নিজেও লীমার উপর অমানুষিক নির্যাতন চালায়। স্বামী ও তার পরিবারের জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ চারদিন আগে বাবার বাড়িতে চলে আসেন। এরপরও স্বামীর পরিবারের লোকজন বিবিধভাবে মানসিক চাপ সৃষ্টি করায় বাবা রইছ উদ্দিনের বাড়ির ঘরের ফ্যানের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে গৃহবধূ তামান্না আক্তার লীমা। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গৃহবধূ তামান্না আক্তার লীমার মৃতদেহ রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লীমার চাচা কবির হোসেন বলেন, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরধরে জেলা লিগালএইডে একটি মামলা চলছিল। বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলার রায় কি হবে তা শুনানির আগেই আমাদের ভাতিজী এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে কেউ বুঝতে পরিনি। ভাঙ্গা থানার এসআই রতন কুমার বলেন, পারিবারিক কলহের জেরধরে গৃহবধূ তামান্না আক্তার লীমা গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল জেলা মর্গে পাঠানো হবে বলে জানান।   

আসিফ

×