ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কর্নেল সোফিয়ার যমজ বোনকে নিয়ে হঠাৎ ভারতে এতো আলোচনা কেন?

প্রকাশিত: ২২:০৫, ২০ মে ২০২৫; আপডেট: ২২:০৬, ২০ মে ২০২৫

কর্নেল সোফিয়ার যমজ বোনকে নিয়ে হঠাৎ ভারতে এতো আলোচনা কেন?

এক পরিবার, দুই অনন্য প্রতিভা—কর্নেল সোফিয়া কুরেশি ও তার যমজ বোন ড. শায়না সুনসারা আজ ভারতবাসীর কাছে গর্বের প্রতীক। গুজরাটের ভাদোদরা শহরের একটি সামরিক পরিবারে জন্ম নেওয়া এই দুই বোনের প্রতিভা, সাহস ও সেবামূলক চেতনা দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠেছে।

ভারতীয় সেনাবাহিনীতে কর্নেল সোফিয়া কুরেশি প্রথম নারী অফিসার হিসেবে সামরিক অভিযানের নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েছেন। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে পরিচালিত একটি সফল অভিযানের নেতৃত্ব দেন তিনি, যা ‘অপারেশন সিন্দুর’ নামে পরিচিত। এই অভিযানের পর জনগণের সামনে প্রেস ব্রিফিংয়ের দায়িত্বও দেওয়া হয় কর্নেল সোফিয়াকে। তার দৃঢ়তা, পেশাদারিত্ব এবং আত্মবিশ্বাসে মুগ্ধ পুরো জাতি।

কর্নেল সোফিয়া 1997 সালে মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1999 সালে কর্পস অফ সিগনালস-এ যোগদানের মাধ্যমে সামরিক যাত্রা শুরু করেন তিনি। 2016 সালে প্রথম ভারতীয় নারী অফিসার হিসেবে একটি বহুজাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ান। বর্তমানে তিনি মেকানাইজড ইনফ্যান্ট্রিতে কর্মরত। তার স্বামী ও বাবা সেনাবাহিনীর সদস্য এবং চাচা বিএসএফ-এ কর্মরত ছিলেন—দেশসেবাই যেন তাদের পারিবারিক ঐতিহ্য।

অন্যদিকে, কর্নেল সোফিয়ার যমজ বোন ড. শায়না সুনসারাও কোনো অংশে কম নন। একাধারে ফ্যাশন ডিজাইনার, পরিবেশবিদ, মডেল, অর্থনীতিবিদ ও সেনাবাহিনীর প্রাক্তন ক্যাডেট শায়না নানা খেতাবে ভূষিত হয়েছেন। মিস গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ ২০১৭ ও মিস ইউনাইটেড নেশনস ২০১৮ জয় করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি। রাইফেল শুটিংয়ে স্বর্ণপদক লাভ করে ভারতের রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

ফ্যাশন শিল্পে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার পান শায়না। পরিবেশ সচেতনতার অংশ হিসেবে গুজরাটে এক লাখ গাছ রোপণের মতো মহৎ কাজও করেছেন তিনি। ভাদোদরায় তাকে অনেকে ‘ওয়ান্ডার ওমেন’ নামে অভিহিত করেন।

ড. শায়না বলেন, “আমার বোন কর্নেল সোফিয়াকে যখন অপারেশন সিন্দুরের প্রেস ব্রিফিংয়ের জন্য নির্বাচন করা হয়, তখন থেকেই আমরা জানতাম এটি গর্বের মুহূর্ত হতে চলেছে—এটা শুধু আমাদের পরিবারের নয়, বরং গোটা ভারতের গর্ব।”

এই দুই বোন প্রমাণ করেছেন, নারীরা চাইলে প্রতিটি ক্ষেত্রেই নিজের সেরা দিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারেন। কর্নেল সোফিয়ার সাহসিকতা এবং ড. শায়নার বহুমুখী প্রতিভা আজ দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম। তাদের পরিবার নিঃসন্দেহে ভারতের গর্ব। 
 

সূত্রঃ https://youtu.be/xnA-sMqEuMY?si=jbwncbiIT549C969

রিফাত

×