ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আবুধাবিতে ভারী বৃষ্টি,  তড়িঘড়ি সতর্কবার্তা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ২০ মে ২০২৫

আবুধাবিতে ভারী বৃষ্টি,  তড়িঘড়ি সতর্কবার্তা জারি

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আল আইন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতেও আকাশে মেঘলা অবস্থা থাকতে পারে। জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মেঘমালার উপস্থিতির কথা জানিয়ে লাল ও অ্যাম্বার সতর্কতা জারি করেছে।

আবহাওয়া সম্পর্কিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট storm_ae একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে আল আইন অঞ্চলে বৃষ্টিপাতের দৃশ্য ও পরিবর্তিত আবহাওয়ার চিত্র দেখা গেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আল আইন এলাকার খাতান আল শিখলা, সা', মাজিয়াদ এবং উম গাফফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আবুধাবি পুলিশ বৃষ্টির কারণে সৃষ্ট প্রতিকূল পরিবেশে গাড়ি চালাতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। চালকদের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতি সীমা অনুসরণ করতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে ছিল চরম আর্দ্রতা। জাতীয় আবহাওয়া কেন্দ্রের মতে, এই সপ্তাহে আপেক্ষিক আর্দ্রতা ৮৫ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যদিও দিনের বেলায় গড় আর্দ্রতা ৫০ শতাংশের কাছাকাছি থাকবে।

মঙ্গলবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আল আইন ও আশপাশের এলাকায় মেঘলা ও ধূলিঝড়পূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।
 

শহীদ

আরো পড়ুন  

×