ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আইসল্যান্ডে কোনো মশা নেই...?

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

প্রকাশিত: ২৩:৩০, ২০ মে ২০২৫

আইসল্যান্ডে কোনো মশা নেই...?

সন্ধ্যা নামতেই ঢাকাসহ গোটা দেশ মশার কামড়ে অস্থির

সন্ধ্যা নামতেই ঢাকাসহ গোটা দেশ মশার কামড়ে অস্থির! বিশেষ করে এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, নতুন করে আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতির মাঝে বাস করে মশামুক্ত শহর কিংবা দেশের কথা যেন কল্পনা করাই যায় না। 
মশার প্রজননের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে জমে থাকা পানির প্রয়োজন হয়। মশার জীবনচক্র পরিপূরণের জন্য আইসল্যান্ডে কোনো স্থির জলাশয় নেই। আর এই কারণে সেই দেশে মশা বংশবৃদ্ধি করতে পারে না।
আইসল্যান্ডে মশা না থাকার আরেকটি কারণ হলো সেখানকার তাপমাত্রা খুবই কম। এমনকি কখনো কখনো তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। এখানে পানি খুব দ্রুত জমে যায়। এই কারণে সেখানে মশার উৎপাতও অসম্ভব। আরেকটি কারণ আইসল্যান্ডের পানি, মাটি এবং সাধারণ বাস্তুতন্ত্রের সংমিশ্রণ মশাদের জন্মের জন্য সহায়ক নয়।

মশা ছাড়াও আইসল্যান্ডে সাপ এবং অন্যান্য পোকামাকড় চোখে পড়ে না। বাস্তবতা হলো- এখানকার জলবায়ু এসব সরীসৃপ বা কীটপতঙ্গ জন্মের পক্ষে অনুকূল নয়। যদিও এই দ্বীপ রাষ্ট্রটিতে মিজ পোকা দেখতে পাওয়া যায়। সেগুলো দেখতে হুবহু মশার মতো এবং কামড়ায়। তবে, মশার মতো অতটা আক্রমণাত্মক নয়।-হিন্দুস্তান টাইমস অবলম্বনে 

×