ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি: যে ইউটিউবার মোদির আসন নাড়িয়ে দিলেন!

প্রকাশিত: ২২:৪০, ২০ মে ২০২৫; আপডেট: ২২:৪০, ২০ মে ২০২৫

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি: যে ইউটিউবার মোদির আসন নাড়িয়ে দিলেন!

ছবি: সংগৃহীত।

ভারতের জনপ্রিয় ভ্রমণ ব্লগার ও ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘ট্রাভেল উইথ জেও’ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিত এই ভ্লগারকে নিউ আগারসাইন এক্সটেনশন এলাকা থেকে আটক করা হয়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, তিনি নিয়মিতভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

জ্যোতির ইউটিউব চ্যানেলে ‘ইন্ডিয়ান গার্ল ইন পাকিস্তান’, ‘ইন্ডিয়ান গার্ল এক্সপ্লোরিং লাহোর’, ‘ইন্ডিয়ান গার্ল অ্যাট কাটাস রাজ টেম্পল’ এবং ‘ইন্ডিয়ান গার্ল রাইডস লাক্সারি বাস ইন পাকিস্তান’ শীর্ষক ভিডিও রয়েছে, যা তার পাকিস্তান সফরের প্রমাণ বহন করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জ্যোতি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে সংবেদনশীল তথ্য আদান-প্রদান করতেন। তিনি সন্দেহ এড়াতে ‘শাহবাজ’ নামে এক পাকিস্তানি ব্যক্তির নম্বর ‘জাট রান্ধোয়া’ নামে সংরক্ষণ করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

এফআইআরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে একটি প্রতিনিধি দলের সঙ্গে জ্যোতি প্রথম পাকিস্তান সফর করেন। সফরকালে তিনি আহসানুর রহিম ওরফে দানিশ নামের এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশে ফিরে আসার পরও যোগাযোগ চালিয়ে যান। পরে আবারও পাকিস্তান সফরে গিয়ে তিনি আলী হাসান নামের এক ব্যক্তির মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে পরিচিত হন।

পুলিশের দাবি, এ সময় থেকেই তিনি পাকিস্তানিদের সঙ্গে গোপন তথ্য শেয়ার করা শুরু করেন। জেরার সময় জ্যোতি স্বীকার করেছেন যে, তিনি সন্দেহ এড়াতে হ্যান্ডলারদের নম্বর ছদ্ম নামে সংরক্ষণ করতেন এবং যোগাযোগ গোপন রাখতেন।

পুলিশের মতে, জ্যোতির কর্মকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত গুপ্তচরবৃত্তি চক্রের অংশ। তার ইউটিউব চ্যানেলে ৩.৭৭ লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ১.৩৩ লাখ ফলোয়ার রয়েছে। নিজেকে তিনি চ্যানেলের বর্ণনায় "নোম্যাডিক লিও গার্ল, হরিয়ানভি + পাঞ্জাবি, ও পুরানো খেয়ালকির মডলার লারকি" হিসেবে উল্লেখ করেছেন।

নুসরাত

×