ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েলকে আর সমর্থন দেবেন না ট্রাম্প! যা বলেছেন মার্কিন কর্মকর্তারা

প্রকাশিত: ১৮:৩৩, ২০ মে ২০২৫

ইসরায়েলকে আর সমর্থন দেবেন না ট্রাম্প! যা বলেছেন মার্কিন কর্মকর্তারা

ছবি: সংগৃহীত

গাজায় ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিতে ইসরাইলের সামরিক অভিযান জোরদার করার পর দেশটির প্রতি যুক্তরাষ্ট্রসহ ঘনিষ্ঠ মিত্রদের সমর্থন প্রত্যাহারের সম্ভাবনার কথা উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে এই দাবি অস্বীকার করেছেন এক মার্কিন কর্মকর্তা।

প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরাইল সরকারকে সতর্ক করেছে যে, গাজায় যুদ্ধ বন্ধে ব্যর্থ হলে ওয়াশিংটন আর তেল আবিবকে সমর্থন দেবে না। আলোচনার সঙ্গে যুক্ত একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, “যুদ্ধ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ইসরাইলকে পরিত্যাগ করবে।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক।”

সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে গিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা না করায় ওয়াশিংটনের চাপের বিষয়টি আরও জোরালো হয়েছে। সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, “গাজায় অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে।”

এদিকে ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারাও গাজায় ইসরাইলের ‘নৃশংস কর্মকাণ্ড’ এর নিন্দা জানিয়ে সামরিক অভিযান অব্যাহত থাকলে যৌথ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

অন্যদিকে, ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনকে “হাস্যকর” আখ্যা দিয়ে এক মার্কিন কর্মকর্তা বলেন, “মতপার্থক্য থাকতেই পারে, তবে ইসরাইলকে পরিত্যাগ করা—এই ধারণা ভিত্তিহীন।”

ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবিও ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ওয়াইনেট নিউজকে বলেন, “এটি সম্পূর্ণ অমূলক। প্রেসিডেন্ট যা বলছেন, সেটাই গুরুত্ব সহকারে নেওয়া উচিত—না যে, কিছু অজানা সূত্রের মতামত যারা সব জানার ভান করে।”

এর আগে এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল।

আসিফ

×