
ছবি: সংগৃহীত
ইউএসএআইডি’র সহায়তা বন্ধ হলেও সূর্যের হাসি ক্লিনিকের সাশ্রয়ীমূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। জনসেবায় সূর্যের হাসি ক্লিনিক অঙ্গীকারবদ্ধ। সামাজিক দায়বদ্ধতা আমাদের পথ চলার আলোক বর্তিকা।’ বাংলাদেশ সূর্যের হাসি নেটওয়ার্কের জেনারেল ম্যানেজার (অপারেশন) কর্নেল (অব:) মুহাম্মদ ইফতেখারুল হক এ কথা বলেছেন।
মঙ্গলবার (২০ মে) দুপুরে বাগেরহাট সূর্যের হাসি ক্লিনিকে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ক্লিনিক মিলনায়তনে অনুষ্টিত এ সভায় আরও বক্তব্য দেন, সূর্যের হাসি নেটওয়ার্কের জেনারেল ম্যানেজার (ক্লিনিক্যাল সার্ভিসেস) ডা: নকুল কুমার বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার অমল কুমার বিশ্বাস, ম্যানেজার মানব সম্পদ বিভাগ রোমান আলী ঠাকুর, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাধায়ক অসীম কুমার সমদ্দার, ডা: জেসমিন সুলতানা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, ডিস্ট্রিক পলিসি ফোরারামের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার আফসানা খাতুন, শিক্ষক মুখাজী রবীন্দ্রনাথ প্রমুখ।
এ সভায় বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। বিশেষ অতিথির বক্তব্যে ডা: নকুল কুমার বিশ্বাস বলেন, সূর্যের হাসি ক্লিনিকের গুণগত সেবার মান আরও বৃদ্ধিতে আন্তরিক চেষ্টা চলছে। তৃণমূল পর্যায়ে অধিকতর সেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।’ এ বিষয়ে তিনি সকলে সহযোগীতা কামনা করেন।
আসিফ