ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘বাজেটে থাকছে মহার্ঘ ভাতার বরাদ্দ’

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৮, ২০ মে ২০২৫

‘বাজেটে থাকছে মহার্ঘ ভাতার বরাদ্দ’

‘বাজেটে থাকছে মহার্ঘ ভাতার বরাদ্দ’

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি আলোচিত হচ্ছে। এবার বিষয়টি বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে এবং নতুন বাজেটে এর জন্য বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে কাজ করতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।’ তবে কী হারে ভাতা দেওয়া হতে পারে, তা স্পষ্ট করেননি তিনি। মহার্ঘ ভাতার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে পরে জানানো হবে।
মহার্ঘ ভাতা বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। সেই কমিটি প্রায় চার মাস করে একটি সুপারিশ তৈরি করেছে। সুপারিশ অনুযায়ী, গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 
প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা হলে সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পেতে পারেন বলে সূত্রে জানা গেছে।
জানা গেছে, অর্থ বিভাগের খসড়ায় ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ ২০ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের ১০ বা ১৫ শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে। প্রথম থেকে দশম গ্রেডে ১০ শতাংশ দেওয়া হলে ৬ হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে ১৫ শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
ভারতের সাম্প্রতিক আমদানি বিধিনিষেধ সম্পর্কে এক প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তাই এখনই এ বিষয়ে কিছু বলব না।’
তিনি জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করবে।

×