
ছবি: সংগৃহীত
খোলা বাজারে ছেড়ে দেওয়ার পর ডলারের ক্রয়-বিক্রয়ের সীমা দুই টাকা পর্যন্ত বাড়িয়েছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ফলে বাড়তি দামে কিনতে হচ্ছে এই বৈদেশিক মুদ্রা। যদিও অপরিবর্তিত রয়েছে ব্যাংকের কেনাবেচার দর। এদিকে, মূল্য নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতি ডলারের বিনিময় মূল্য ১২৪ টাকা। নোটিশ বোর্ডে এমন তথ্য থাকলেও বাস্তবে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে এই দরে মিলছে না নগদ ডলার। আইএমএফ-এর শর্ত পালনে বাজার ব্যবস্থার ওপর ডলারের দর ছেড়ে দেওয়ার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে। বিক্রেতাদের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর বাড়তি দামের আশায় নগদ ডলার মজুদের প্রবণতা বেড়ে গেছে। কমেছে বিক্রির গ্রাহকও। যার প্রভাব পড়েছে নগদ ডলারের জোগানে। তবে বাড়তি দামে ডলার মিলছে সব জায়গাতেই।
পরিস্থিতি উত্তরণে খোলা বাজারের জন্য নতুন দর নির্ধারণ করে দিয়েছে মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুই টাকা বাড়িয়ে প্রতি ডলার বিক্রির সিদ্ধান্ত হয়েছে ১২৬ টাকা দরে।
সূত্র: https://www.youtube.com/watch?v=vfDP4grKnM8
এএইচএ