ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৮, ২০ মে ২০২৫

বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

ছ‌বি: সংগৃহীত

মো. মনিরুজ্জামান বাবুকে আহ্বায়ক করে গঠিত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর কর্মকর্তাদের সংগঠন “বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”।

বিআরটিসির অফিসিয়াল ওয়েবসাইট ও জনসংযোগ কর্মকর্তা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ মে) ৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত ওই কমিটিতে মো. মনিরুজ্জামান (বাবু), উপ-মহাব্যবস্থাপক (পি অ্যান্ড এস)-কে আহ্বায়ক, দেওয়ান আব্দুল মান্নান, উপ-মহাব্যবস্থাপক (অডিট)-কে যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদ আহমাদ মারুফ, সহকারী পরিবহন কর্মকর্তাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. মাসুদ তালুকদার, সিনিয়র ইন্সট্রাক্টর; দীপন চাকমা, সিনিয়র ইন্সট্রাক্টর; ইমাম হোসাইন, ক্রয় কর্মকর্তা; সহিদ তালুকদার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা; মো. তোফাজ্জল কবির, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মো. নাদিম হোসেন, সহকারী পরিবহন কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে “বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”-এর তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলো।

এম.কে.

×