ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রংপুরের উন্নয়নে ১৮ দফা নিয়ে ’সম্মিলিত ছাত্র জনতার’ সমাবেশ

শাকিল আহমেদ, রংপুর

প্রকাশিত: ২৩:৩২, ২০ মে ২০২৫

রংপুরের উন্নয়নে ১৮ দফা নিয়ে ’সম্মিলিত ছাত্র জনতার’ সমাবেশ

দৈনিক জনকণ্ঠ

চীনের বিশেষায়িত হাসপাতাল, রেলের ব্রডগেজ লাইন ও বিভাগীয় রেল স্টেশন  এবং আন্তর্জাতিক বিমানবন্দর রংপুরেই স্থাপনসহ রংপুরের উন্নয়নে ১৮ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। FREEZ FOR FORWARD (এগিয়ে যাওয়ার জন্য থেমে যাও) এই প্রতিপাদ্য নিয়ে সম্মিলিত ছাত্র জনতার প্লাটফর্মে উক্ত সমাবেশ আয়োজিত হয়।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১ টা থেকে ৪ টা পর্যন্ত রংপুর রেলওয়ে স্টেশন চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় সম্মিলিত ছাত্র জনতার প্লাটফর্ম এর সাধারণ সম্পাদক,সিয়াম আহসান আয়ান নিম্নোক্ত ১৮ দফা দাবিগুলো জনসম্মুখে পেশ করেন। 

দফা ১: দেশের অন্যান্য সকল বিভাগীয় সদর দপ্তরের ন্যায় বিভাগীয় কার্যালয় প্রশিক্ষণ কেন্দ্র, একাডেমী, এবং বিভিন্ন প্রয়োজনীয় সরকারি প্রতিষ্ঠান সমূহ রংপুর বিভাগীয় সদর দপ্তরের জিরো পয়েন্ট থেকে ৮ কিলোমিটারের মধ্যে স্থাপন ও প্রতিস্থাপন করতে হবে।

দফা ২: রংপুর বিভাগীয় সদর দপ্তর বিভাগের মধ্যবর্তী স্থানে হওয়ায় রেলওয়ে, সড়ক ও বিমানবন্দর সহ সকল আধুনিক যোগাযোগ ব্যবস্থা জিরো পয়েন্ট থেকে ০৮ কিলোমিটার এর মধ্যে স্থাপন করতে হবে।

দফা ৩: পূর্বে সরিয়ে নেওয়া রংপুর ইপিজেড, সিপিজেড, বিসিক -২ সহ সকল শিল্পাঞ্চল পূর্ব নির্ধারিত এলাকায় প্রতিস্থাপন করতে হবে।

দফা ৪: রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয়, রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের কেন্দ্রে প্রতিস্থাপন করতে হবে।

দফা ৫: রংপুরে জিরো পয়েন্ট থেকে ০৮ কিলোমিটারের মধ্যে আর্মড পুলিশ ও আনসার ব্যাটালিয়ন দ্রুত স্থাপন করতে হবে।

দফা ৬: বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ভর্তি ও তথ্য কেন্দ্র বিভাগের জিরো পয়েন্ট থেকে ৮ কিলোমিটারের মধ্যে দৃশ্যমান স্থানে পুনঃস্থাপন করতে হবে।

দফা ৭: বিভাগীয় ফুটবল ও ক্রিকেট স্টেডিয়াম পূর্ব নির্ধারিত রংপুর সদর উপজেলার জমিতে নির্মাণ করতে হবে। এখানে পৃথকভাবে একটি আর্ন্তজাতিক মানের ফুটলব ও একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে হবে।

দফা ৮: পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত দ্রুত রেলের ব্রড গেজ লাইন স্থাপন করে ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগীয় নগরী অভিমুখে ইন্টারসিটি ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং রংপুর বিভাগীয় রেল স্টেশন এর কাজ দ্রুত শুরু করতে হবে।

দফা ৯: রংপুর নগরীতে সরকারি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

দফা ১০: ৫০০ শয্যা বিশিষ্ট রংপুর সদর হাসপাতাল নির্মাণের পাশাপাশি নগরীর ৩৩টি ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করতে হবে।

দফা ১১: বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্র চালু করতে হবে।

দফা ১২: মহানগরীতে গ্যাস ও বিদ্যুতের ন্যায্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

দফা ১৩: "রংপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষ" অনুমোদন দিতে হবে।

দফা ১৪: চিকলী, নাসনিয়া সহ সকল বিলকে পরিকল্পিতভাবে পার্কে রূপান্তর এবং সেই সাথে সকল ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ ও শিশু পার্ক নির্মাণ করতে হবে।

দফা ১৫: শ্যামা সুন্দরী খাল যে উদ্দেশ্যে খনন করা হয়েছিল সেই উদ্দেশ্যে তাকে পূর্বের রুপে ফিরিয়ে দিতে হবে।

দফা ১৬: রংপুর মহানগরীকে আবাসিক, অনাবাসিক, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক, বেসামরিক, পর্যটন, প্রশাসনিক, বাণিজ্যিক, বনভূমি, জলাশয় সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে গেজেট প্রকাশ করতে হবে।

দফা ১৭: নগরীর পুরাতন সড়কগুলো প্রসন্ত করার পাশাপাশি প্রধান সড়কের সংখ্যা বৃদ্ধি এবং সেই সাথে সংযোগ সড়ক ও রিং রোড নির্মাণ করতে হবে।

দফা ১৮: নগরীতে অতিদ্রুত টাউন সার্ভিস/ সিটি সার্ভিস চালু করতে হবে।


সমাবেশে এনসিপির রংপুরের সংগঠক শেখ রেজওয়ান বলেন, 'রংপুর তাঁর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা চাচ্ছি রংপুর জনসংখ্যার উপর ভিত্তি করে রংপুরের মানুষ যতটুকু পাওনা সেটুকু সঠিকভাবে  বুঝিয়ে পাক। তিনি আরও বলেন, চীনা হাসপাতাল রংপুর জেলাতেই হতে হবে কারন এটি প্রধান উপদেষ্টার নিজস্ব কমিট মেন্ট।'

এসময় আরো বক্তব্য রাখেন সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম  সভাপতি সামি ইবনে অম্বর,  সদস্য  ইউসা মোহোন রাতুল ও সর্বশেষ রংপুর রেলওয়ের উন্নতি সাধনের লক্ষ্যে বক্তব্য রাখেন, রেল ওয়ের ডিআরএম আবু হেনা মোস্তফা কামাল।

ইকবাল অভি

×