ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিকদের দলীয়করণ থেকে বেরিয়ে আসতে হবে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:৫২, ২০ মে ২০২৫

সাংবাদিকদের দলীয়করণ থেকে বেরিয়ে আসতে হবে

ছবি: জনকণ্ঠ


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। এর মূল কাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র ও সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত। বর্তমানে সব থেকে জরুরি হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা আইন। এটা আশাকরি হয়ে যাবে। ’
মঙ্গলবার (২০ মে) দিনব্যাপী বাগেরহাট সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজনে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার মুহিদুর রহমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মইনুল ইসলাম, প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট সাখাওয়াত হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সম্পাদক তরফদার রবিউল ইসলাম, প্রবীণ সাংবাদিক প্রফেসর এবিএম মোর্শারফ হুসাইন প্রমুখ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বাগেরহাটের গণমাধ্যমকর্মীর সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর বলেন, দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই একজন সাংবাদিককে সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে যে কোন পরিস্থিতিতে বিরত থাকতে হবে। ’ 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, সাংবাদিকতার ন্বাধিনতার সাথে সামাজিক দায়িত্ব ওতপ্রোতভাবে জড়িত। যে কোন আক্রমণাত্মক মনোভাব পরিহার করে আমাদের সকলকে নিজ নিজ পেশার প্রতি আন্তরিক ও স্বচ্ছ হতে হবে।

সাব্বির

×