ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘আ. লীগের দোসর’ তালিকায় রৌমারীর ইউএনও’র নাম 

মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম।

প্রকাশিত: ০০:২৩, ২১ মে ২০২৫

‘আ. লীগের দোসর’ তালিকায় রৌমারীর ইউএনও’র নাম 

আওয়ামী লীগের দোসরদের তালিকায় নাম উঠে এসেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে 'সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ' শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। সংবাদ সম্মেলনে তারা সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলা এবং প্রশাসনের প্রায় ৫০ জন কর্মকর্তার একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকার ৫ নম্বরে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের নাম অন্তর্ভুক্ত করা হয়।

তালিকার তথ্যসূত্রে জানা গেছে, উজ্জ্বল কুমার হালদার ছাত্র-জনতার আন্দোলন দমনে রাজধানীর গুরুত্বপূর্ণ অঞ্চল-সায়েদাবাদ, হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ী, শনির আখড়া ও দনিয়া এলাকায় হামলার নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও জানা গেছে, উজ্জ্বল কুমার হালদার তার শিক্ষাজীবনে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অনিয়ম ও অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনেও তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

এ বিষয়ে জানতে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সরকারি মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

রিফাত

×