ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

অক্সফোর্ডে অনুষ্ঠিত হবে ‘HISA ইয়ুথ ফেলোশিপ ২০২৫

প্রকাশিত: ১৮:০৪, ২০ মে ২০২৫

অক্সফোর্ডে অনুষ্ঠিত হবে ‘HISA ইয়ুথ ফেলোশিপ ২০২৫

সংগৃহীত

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘HISA ইয়ুথ ফেলোশিপ ২০২৫’। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের ইয়ুথ ফেলোশিপ কর্মসূচি। হেডওয়ে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স (HISA) আয়োজিত এই আন্তর্জাতিক ফেলোশিপটি চলবে বিশ্ব জুড়ে তরুণ নেতাদের নতুন দরজার জন্য ।

এটি একটি পূর্ণ ও আংশিক অর্থায়ন সুবিধা সম্পন্ন চার দিনের প্রশিক্ষণ কর্মসূচি যা ২৩ থেকে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত । । এই ফেলোশিপের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৫ মে ২০২৫।

এই ফেলোশিপে ১৮০ জন তরুণ পাবেন অংশগ্রহণের সুযোগ। ১৮ থেকে ৪৫ বছর বয়সী তরুণ/তরুণীরা আবেদন করতে পারবেন।  যার মধ্যে ৩০ জন পূর্ণ-অর্থায়িত, ১০০ জন আংশিক-অর্থায়িত এবং ৫০ জন স্ব-অর্থায়িত অংশগ্রহণকারী হবেন।

পূর্ণ-অর্থায়িত অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে যাতায়াতের ফ্লাইট, অক্সফোর্ডে আবাসন, খাবার, অফিসিয়াল টুলকিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ও ইউকে ভিসার জন্য আমন্ত্রণপত্র পাবেন।
ফেলোশিপের মাধ্যমে তরুণদের সামাজিক নেতৃত্ব, নীতি নির্ধারণ, মানবাধিকার, জলবায়ু কূটনীতি, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞান ও দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।

আয়োজক সংস্থা জানিয়েছে, এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের নেতৃত্বে প্রস্তুত করা এবং আন্তঃসাংস্কৃতিক সংযোগ জোরদার করা।

আগ্রহী প্রার্থীরা HISA-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের অবশ্যই নেতৃত্বের অভিজ্ঞতা, সামাজিক প্রভাব এবং বৈশ্বিক চিন্তার প্রমাণ উপস্থাপন করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের জন্য এই ফেলোশিপ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে নেতৃত্ব দক্ষতা, যোগাযোগ কৌশল এবং নেটওয়ার্ক গঠনের সুযোগ রয়েছে। উদ্যোক্তা, সমাজকর্মী ও উদীয়মান নেতাদের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী অভিজ্ঞতা।

সূত্র : https://www.globalsouthopportunities.com/2025/05/19/hisa-2/

হ্যাপী

×