
ছবিঃ সংগৃহীত
কারাবন্দিদের মানবাধিকার রক্ষা এবং একাকিত্ব দূর করতে প্রথমবারের মতো ইতালির একটি কারাগারে চালু করা হলো বিশেষ ‘অন্তরঙ্গ কক্ষ’। এই কক্ষে একজন কয়েদি তার জীবনসঙ্গী বা প্রেমিক-প্রেমিকার সঙ্গে নির্জনে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। ইউরোপজুড়ে বিতর্কের জন্ম দেওয়া এই নতুন পদক্ষেপ ইতালির উমরিয়া অঞ্চলের একটি কারাগার থেকে শুরু হয়েছে।
আদালতের রায় থেকেই শুরুর পথ
২০২৪ সালের জানুয়ারিতে ইতালির সাংবিধানিক আদালত এক ঐতিহাসিক রায়ে জানায়—প্রহরীদের উপস্থিতি বা নজরদারির বাইরে বন্দিদের তাদের স্বামী-স্ত্রী বা দীর্ঘমেয়াদী সঙ্গীর সঙ্গে একান্তে সাক্ষাতের অধিকার থাকা উচিত। আদালতের সেই আদেশের ভিত্তিতেই শুরু হয় ‘ইনটিমেট ভিজিট রুম’ চালুর প্রক্রিয়া।
গত ১৮ এপ্রিল প্রথমবারের মতো একজন পুরুষ কয়েদি এই সুবিধা পান। তার সঙ্গী ওই কারাগারে এসে নির্ধারিত কক্ষে তাঁর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। ওই কক্ষে বিছানা, টয়লেটসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয় দুজনের স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য।
মানবাধিকারের নতুন দিগন্ত
এই প্রকল্পের মাধ্যমে বন্দিদের একাকিত্ব দূর করার পাশাপাশি মানসিক সুস্থতা বজায় রাখার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উমরিয়ার বন্দি-অধিকার ন্যায়পাল জিউসেপে কাফরিও একে ‘একটি মানবিক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “যথাযথ সীমারেখা বজায় রেখে বন্দিদেরও ভালোবাসার অধিকার আছে।”
ইতালির বিচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নির্দেশনায় বলা হয়েছে, যারা এই সুবিধা পাবেন তাদের জন্য বিছানা ও টয়লেটসহ বিশেষভাবে প্রস্তুত কক্ষে সর্বোচ্চ দুই ঘণ্টা একান্ত সময় কাটানোর অনুমতি থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে সেই কক্ষের দরজা সম্পূর্ণ বন্ধ করা যাবে না, যেন জরুরী প্রয়োজনে প্রহরীরা হস্তক্ষেপ করতে পারেন।
ইউরোপজুড়ে এই ব্যবস্থার প্রচলন
উল্লেখ্য, ইতোমধ্যেই ইউরোপের বেশ কয়েকটি দেশে—যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইডেনে এ ধরনের দাম্পত্য সাক্ষাতের অনুমোদন চালু রয়েছে। তবে ইতালিতে এটি এখন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আগামীতে এটি আরও বিস্তৃত আকারে চালুর ইঙ্গিত দিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইমরান