ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী দুই সন্তান নিয়ে পলাতক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:০৩, ২০ মে ২০২৫

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী দুই সন্তান নিয়ে পলাতক

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় লাকি আক্তার (২৬) নামে এক স্ত্রীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর দুই সন্তানকে সাথে নিয়ে পালিয়েছে স্বামী। নিহতের পরিবারের দাবি শ^াসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। গলা ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।
নিহত লাকি আক্তারের ভাগ্নে ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজার এলাকার কসাই শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সের এক ছেলে এবং ৬ বছর বয়সের এক মেয়ে আছে। বিয়ের পর থেকে তারা ফতুল্লা রেলষ্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। রাতে লাকির স্বামী শিপন ফোন করে তাদের জানায়, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরপর বাসা থেকে লাকির বাবা মা ও পরিবারের অন্যান্য লোকজন দেখেন বাহির থেকে ঘরের দরজায় তালা লাগানো। পরে বাড়িওয়ালাকে ডেকে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে লাকির নিথর দেহ পড়ে থাকতে দেখে। লাকির গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। চাদর দিয়ে তার শরীর ঢাকা। তার নিথর দেহ উদ্ধার করে নগরীর খানপুর তিনশ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাকির মরদেহ বাসা পড়ে থাকলেও লাকির দুই সন্তান ও স্বামী শিপন বাসায় ছিলো না। নিহতের পরিবারের অভিযোগ, লাকি আক্তারকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিনার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বামী শিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুই সন্তানকেও উদ্ধারের চেষ্টা চলছে। 

মারিয়া

×