ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

যমুনার সামনে তৈরি পোশাক শ্রমিকদের অবস্থান, বকেয়া বেতন আদায়ে আন্দোলন চলবে

প্রকাশিত: ২২:৫৪, ২০ মে ২০২৫; আপডেট: ২২:৫৪, ২০ মে ২০২৫

যমুনার সামনে তৈরি পোশাক শ্রমিকদের অবস্থান, বকেয়া বেতন আদায়ে আন্দোলন চলবে

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের দাবি, গত ঈদের আগ থেকে বকেয়া ৫৪ কোটি টাকা পরিশোধের দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও মালিকপক্ষ কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

সাত দিন ধরে শ্রমভবনের সামনে অবস্থান করার পর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল মোড়ের দিকে যাত্রা শুরু করেন। পুলিশের বাধার মুখে তারা যমুনা সংলগ্ন হেয়ার রোডের মুখে বসে পড়েন এবং সেখানেই অবস্থান শুরু করেন। বৃষ্টিকে উপেক্ষা করে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলসসহ নয়টি কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ চালিয়ে যান।

শ্রমিকরা বলেন, “আমরা ভিক্ষা চাই না, ঘামের বিনিময়ে অর্জিত টাকাই চাই। বেতন পরিশোধ না করেই চার মাস আগে মালিক বিদেশে পালিয়ে গেছেন। এরপর আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ঘুরেছি। এখনো কোনো সুনির্দিষ্ট সমাধান মেলেনি।”

তারা আরও জানান, প্রথমে ৩০ এপ্রিল, পরে ৭ মে, এরপর ২০ মে বেতন পরিশোধের তারিখ দেওয়া হলেও প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ও শিল্প পুলিশের ডিআইজি এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তারা জানান, মালিক দেশের বাইরে থাকলেও পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে তার দুটি সম্পত্তি বিক্রির চেষ্টা চলছে। ওই সম্পত্তি বিক্রি করে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।

তবে শ্রমিকরা বলছেন, যতদিন পর্যন্ত বেতন পরিশোধের নির্দিষ্ট তারিখ না দেওয়া হবে, ততদিন আন্দোলন চলবে। “আমরা অবস্থান ছাড়লে কেউ আর তৎপর থাকবে না,”—এমন মন্তব্য করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

টিএনজেড গ্রুপের আটটি কারখানার ৫ হাজারের বেশি শ্রমিকের বকেয়া রয়েছে ৫৪ কোটি টাকা। ঈদের আগে আন্দোলনের মুখে তিন কোটি টাকা পরিশোধের কথা থাকলেও দেওয়া হয় মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা।

কাকরাইল মোড়ে কোনো উত্তেজনাকর পরিস্থিতি নেই। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। আজ নবম দিনের মতো আন্দোলন চালাচ্ছেন শ্রমিকরা।

তিনি জানান, সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা শ্রমিকদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেছেন। তবে পুরো পাওনা পরিশোধের নির্দিষ্ট সময় জানাতে আরও কিছুটা সময় লাগবে বলেও জানান তারা।

শ্রমিকরা জানিয়েছেন, নির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

তথ্যসূত্রঃ https://youtu.be/fx420rOzPTM?si=loo-EpMR1WFsg7hf

মারিয়া

×