
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি এলাকায় একদল ব্যক্তি জোরপূর্বক একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে মুচলেকা গ্রহণপূর্বক তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২০ মে) রাত অনুমান ১২টা ৩০ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন আসে যে, ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়ির গেট ভেঙে কিছু ব্যক্তি জোরপূর্বক ভিতরে ঢোকার চেষ্টা করছে। খবর পেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা দেখতে পান, ১৫-২০ জনের একটি দল উক্ত বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। পুলিশ তাদের থামাতে চেষ্টা করলে তারা উত্তেজিত ও আক্রমণাত্মক আচরণ করে এবং মোঃ গোলাম মোস্তফা নামক একজনকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এমন অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে বিকেল ৩টা ৩০ মিনিটে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে সহযোগিতা করে। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও ক্ষতি করতে চাইলে বা আইন লঙ্ঘনের মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ভবিষ্যতে কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.কে.