ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ডোমারের ফ্রি চক্ষু শিবির, সেবা পেল এক হাজার অসহায় রোগী

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২২:৪০, ২০ মে ২০২৫

ডোমারের ফ্রি চক্ষু শিবির, সেবা পেল এক হাজার অসহায় রোগী

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর ডোমারে ডিসিআই ও আরএসসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) জেলা পরিষদ ডোমার ডাকবাংলো মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অত্র অঞ্চলের সুবিধাবঞ্চিত একটি মানুষও যেন চোখের বিনা চিকিৎসায় কষ্ট না পায়, সেজন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতিটি মানুষই যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে আমি কাজ করে যাব—এটাই আমার অঙ্গীকার।”

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেয়াজুল ইসলাম, আখতারুজ্জামান, আনিছুর রহমান, মোজাফ্ফর আলী প্রমুখ।

মরিয়ম চক্ষু হাসপাতালের ইনফরমেশন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ডিসিআই ও আরএসসির উদ্যোগে বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই শিবিরে এক হাজারের অধিক অসহায় মানুষ সেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ৪০০ জন ছানি রোগী ও ৬০০ জন চশমার রোগী শনাক্ত করা হয়।

উক্ত ক্যাম্প থেকে মোট ৫৫০ জন রোগীকে চশমা প্রদান করা হয়েছে এবং ৬৫০ জন রোগীকে ওষুধ সরবরাহ করা হয়। ছানি রোগীদের আগামী দুই দিনের মধ্যে মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরে অপারেশন করানো হবে।
 

মারিয়া

×