ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বের শীর্ষ ১০টি ব্যস্ততম বিমানবন্দর

প্রকাশিত: ১১:৪০, ২০ মে ২০২৫; আপডেট: ১১:৪২, ২০ মে ২০২৫

বিশ্বের শীর্ষ ১০টি ব্যস্ততম বিমানবন্দর

ছবি :সংগৃহীত

দীর্ঘ মহামারী পরবর্তী স্থবিরতা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে বিশ্ব। আর এই পুনরুদ্ধারের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ব্যস্ততম বিমানবন্দরগুলোর তালিকায়। সম্প্রতি ভিজুয়াল ক্যাপিটালিস্ট ও এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI)-এর প্রকাশিত তথ্যে উঠে এসেছে এই তথ্য ।

বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর তালিকায় ২০২৪ সালে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। বিশ্বের শীর্ষ ১০টি বিমানবন্দর, যেগুলো যাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে, তা হলো:

হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (ATL)
যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (ATL) এক বছর ধরে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিসেবে স্থান ধরে রেখেছে। ২০২৪ সালে এ বিমানবন্দর দিয়ে যাত্রী চলাচল হয় ১০৮.১ মিলিয়ন, যা আগের বছরের তুলনায় ৩.৩% বেশি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB)
দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB)—যা আন্তর্জাতিক যাত্রী চলাচলের দিক থেকেও শীর্ষে রয়েছে। মোট যাত্রী সংখ্যা ৯২.৩ মিলিয়ন। যা যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬.১% বৃদ্ধি পেয়েছে।

ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর (DFW)
২০২৪ সালে ৮৭.৮ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায়  ৭.৪% বৃদ্ধি পেয়েছে।
টোকিও হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর (HND)
২০২৪ সালে ৮৫.৯ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৯.১% বৃদ্ধি পেয়েছে।
লন্ডন হিথ্রো বিমানবন্দর (LHR)
২০২৪ সালে ৮৩.৯ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫.৯% বৃদ্ধি পেয়েছে।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর (DEN)
২০২৪ সালে ৮২.৪ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫.৮% বৃদ্ধি পেয়েছে।
ইস্তাম্বুল বিমানবন্দর (IST)
২০২৪ সালে ৮০.১ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৫.৩% বৃদ্ধি পেয়েছে।
শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (ORD)
২০২৪ সালে ৮০ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮.৩% বৃদ্ধি পেয়েছে।
নতুন দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (DEL)
২০২৪ সালে ৭৭.৮ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৭.৮% বৃদ্ধি পেয়েছে।
শাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর (PVG)
২০২৪ সালে ৭৬.৮ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৪১% বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী বিমান চলাচল পুনরায় বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তনগুলো ঘটেছে। বিশেষ করে চীন ও অন্যান্য এশীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এছাড়া, শাংহাই পুডং বিমানবন্দর উল্লেখযোগ্যভাবে ২১তম স্থান থেকে ১০ম স্থানে উন্নীত হয়েছে, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুনরুদ্ধারের প্রতিফলন।

 

সা/ই

×