ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘বিশ্ব ভারতকে ভবিষ্যত হিসেবে দেখছে, পাকিস্তানকে সমস্যা হিসেবে’

প্রকাশিত: ১৩:১৫, ২০ মে ২০২৫

‘বিশ্ব ভারতকে ভবিষ্যত হিসেবে দেখছে, পাকিস্তানকে সমস্যা হিসেবে’

ছ‌বি: সংগৃহীত

পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে, বিজেপির জয় পাণ্ডা এনডিটিভিকে বলেছেন, “বিশ্ব ভারতকে ভবিষ্যত হিসেবে দেখছে, পাকিস্তানকে সমস্যা হিসেবে।”

ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় রিসেটের অংশ হিসেবে বিশ্ব মহাশক্তিদের অপারেশন সিঁদুর সম্পর্কে অবহিত করার জন্য কেন্দ্রিয় সরকার বিদেশে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিজেপির সিনিয়র নেতা বাইজয়ন্ত ‘জয়’ পাণ্ডা।

সপ্তদলীয় প্রতিনিধিদলের একজন প্রধান, মিঃ পাণ্ডা এনডিটিভিকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পেহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া চলমান সংঘর্ষে নয়া দিল্লি ও ইসলামাবাদের পাশে পাওয়া সমর্থনের মধ্যে “স্বর্গ-নরকের পার্থক্য” রয়েছে।

বিজেপির জাতীয় উপ-সভাপতি মিঃ পাণ্ডা সৌদি আরব, কুয়েত, আলজেরিয়া ও বাহরাইন সফরের নেতৃত্ব দেন। এই সাত সদস্যের দলে রয়েছেন বিজেপি এমপি ডঃ নিশিকান্ত দুবে, AIMIM-এর আসাদউদ্দিন ওয়াইসি, বিজেপির ফ্যাঙ্গনন কোন্যাক, বিজেপির রেখা শর্মা, মনোনীত এমপি সাতনাম সিং সন্ধু, প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ এবং প্রাক্তন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত হর্ষ শ্রিংলা।

এই উদ্যোগের তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে মিঃ পাণ্ডা বলেন, “এটি চলমান একটি রিসেটের খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রায় ৮০ বছর ধরে পাকিস্তান-প্রায়োজিত সন্ত্রাসবাদের শিকার হচ্ছি। বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সবাই জানে পাকিস্তান সন্ত্রাসের কেন্দ্রে।”

“তবে সত্য হলো, আমরা পাকিস্তানের এসব প্রতারণার সম্মুখীন হচ্ছি, অন্য জাতিগুলো হয়তো এরকম বিস্তৃত দায়িত্ব নিতে পারে না কারণ তাদের নিজ নিজ দেশে অন্যান্য সংকট রয়েছে—ইউরোপে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিশ্বব্যাপী বাণিজ্য পুনঃসংরচনা চলছে,” তিনি যোগ করেন।

 

সূত্র: https://www.ndtv.com/india-news/operation-sindoor-baijayant-panda-world-sees-india-as-future-pakistan-as-problem-bjps-jay-panda-to-ndtv-8459762

এএইচএ

×