ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আইয়ুব খানের পর দ্বিতীয় অফিসার হিসাবে পাকিস্তানের ইতিহাসে বিশেষ জায়গা করে নিলেন আসিম মুনীর

প্রকাশিত: ২১:০৬, ২০ মে ২০২৫; আপডেট: ২১:১১, ২০ মে ২০২৫

আইয়ুব খানের পর দ্বিতীয় অফিসার হিসাবে পাকিস্তানের ইতিহাসে বিশেষ জায়গা করে নিলেন আসিম মুনীর

পাক সেনার ইতিহাসে ঠাঁই করে নিলেন জেনারেল আসিম মুনির। তাঁকে ফিল্ড মার্শাল পদে উত্তরণের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মন্ত্রিসভা। মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে। প্রয়াত প্রাক্তন সেনাশাসক আয়ুব খানের পর পাক সেনার দ্বিতীয় অফিসার হিসাবে মুনির ‘পাঁচ তারা জেনারেল’ পদ পেলেন।

২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে ৬ মে রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পঞ্জাবের ন’টি জঙ্গিঘাঁটিতে হানা দিয়েছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। জবাবে মুনিরের সেনা শুরু করেছিল ‘অপারেশন বুনিয়ান মাসসুস’। পাক সেনার নথিতে ভারতের সঙ্গে এই সংঘাতপর্বের ‘মারকা-ই-হক’ নামে চিহ্নিত করা হয়েছে। পাক সংবাদপত্র ‘দ্য ডন’-এর দাবি, সেই সংঘাতপর্বে ভারতীয় সেনার বিরুদ্ধে সাফল্য পেয়েছে পাক ফৌজ। তাই সেনাপ্রধানকে এই পুরস্কার।

ফুয়াদ

×