ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ধানমন্ডিতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

প্রকাশিত: ১৩:১৪, ২০ মে ২০২৫

ধানমন্ডিতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল, নেপথ্যে কী?

ছবি: সংগৃহীত।

রাজধানীর সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন দুর্বৃত্ত মিলে এক যুবকের ওপর বর্বর হামলা চালাচ্ছে। আশপাশে অনেক লোকজন উপস্থিত থাকলেও কেউ হামলাকারীদের থামাতে এগিয়ে আসেননি।

আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ১৮ মে রাত ১১টা ৩০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক ঘটনাস্থলে আসে। তাদের একজন আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। শার্ট পরা ওই যুবক গেঞ্জি পরা মুন্নাকে হঠাৎ মাটিতে ফেলে দেন। এরপর মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করেন। এমনকি হেলমেট পরা চালকও হামলায় অংশ নেন।

পুরো ঘটনাটি ঘটে সবার চোখের সামনে। আহত যুবক আত্মচিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেননি। পথচারীরা শুধুই দেখে গেছেন। ঘটনাস্থলে তখন প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছিল।

হামলাকারীরা রাত ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে মোটরসাইকেলে চড়ে স্থান ত্যাগ করে।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, ঘটনার বিষয়ে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, “অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 

নুসরাত

×