
ছবিঃ সংগৃহীত
অনেক বছর ধরেই অনেক নারী তাদের দৈনন্দিন পরিচ্ছন্নতার অংশ হিসেবে যৌনাঙ্গে ট্যালকম পাউডার ব্যবহার করে আসছেন—ঘাম ও দুর্গন্ধ দূর করতে। কিন্তু আপনি কি জানেন, এই অভ্যাস ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে?
ডিম্বাশয়ের ক্যানসার এমন এক রোগ, যেটি প্রাথমিক পর্যায়ে প্রায় বোঝাই যায় না। পেট ফোলা, তলপেটে হালকা ব্যথা, অথবা ঘন ঘন প্রস্রাব—এই সাধারণ উপসর্গগুলো অনেক নারীই অবহেলা করেন। কিন্তু এগুলো হতে পারে বড় কোনো সমস্যার প্রথম ইঙ্গিত।
মেডিকোভার হাসপাতালের (নবি মুম্বাই) ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ সলিল পাতকর HT Lifestyle-কে জানিয়েছেন, “এই ক্যানসারের উপসর্গ এতটাই অস্পষ্ট হয় যে অনেকেই গুরুত্ব দেন না। ফলে রোগ ধরা পড়ে তখন, যখন সেটা অনেকটাই ছড়িয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “এই রোগের নির্দিষ্ট কারণ জানা না গেলেও বয়স, হরমোন, জেনেটিক বা বংশগত কারণগুলো বড় ভূমিকা রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মিথ ভেঙে সচেতন হওয়া। অনেক নারীই লজ্জা বা ভুল ধারণার কারণে সময়মতো চিকিৎসকের কাছে যান না।”
চলুন জেনে নিই ডিম্বাশয়ের ক্যানসার নিয়ে ছয়টি প্রচলিত ভুল ধারণা ও বাস্তব তথ্য:
ভুল ১: ডিম্বাশয়ের ক্যানসার সারানো যায় না
বাস্তবতা: যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে সফলভাবে চিকিৎসা করা সম্ভব। অস্ত্রোপচার, কেমোথেরাপি এবং অন্যান্য আধুনিক চিকিৎসা পদ্ধতি এই রোগ মোকাবিলায় কার্যকর।
ভুল ২: এটা শুধু বয়স্ক নারীদের হয়
বাস্তবতা: ডিম্বাশয়ের ক্যানসার সাধারণত মেনোপজের পর বেশি দেখা গেলেও, অনেক তরুণ নারীও এতে আক্রান্ত হন। তাই উপসর্গ থাকলে বয়স দেখে অবহেলা করবেন না।
ভুল ৩: প্যাপ স্মিয়ার দিয়ে এই ক্যানসার ধরা যায়
বাস্তবতা: প্যাপ স্মিয়ার জরায়ু-মুখের ক্যানসার সনাক্ত করে, ডিম্বাশয়ের নয়। সন্দেহ থাকলে চিকিৎসক আল্ট্রাসাউন্ড বা CA-125 রক্তপরীক্ষা করতে বলতে পারেন।
ভুল ৪: কেবল যাঁদের পরিবারে এই রোগ হয়েছে, তাঁরাই আক্রান্ত হন
বাস্তবতা: পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বেড়ে যায় ঠিকই, তবে অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত নারীদের কোনো পারিবারিক ইতিহাস থাকে না। বয়স, হরমোন থেরাপি, ও অন্যান্য জীববৈজ্ঞানিক কারণও ঝুঁকি বাড়াতে পারে।
ভুল ৫: ট্যালকম পাউডার ব্যবহারে ক্যানসার হয়
বাস্তবতা: অনেকেই ভাবেন ট্যালকম পাউডার ব্যবহার ডিম্বাশয়ে গিয়ে প্রদাহ তৈরি করে ক্যানসার ঘটাতে পারে। ছোট ছোট কিছু গবেষণায় সামান্য ঝুঁকি বৃদ্ধি (২০–৪০%) দেখা গেছে, কিন্তু বড় গবেষণাগুলো এখনো নিশ্চিত প্রমাণ দিতে পারেনি। এই বিষয়টি নিয়ে গবেষণা চলছে। তাই সচেতন থাকা এবং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করাই ভালো।
ভুল ৬: জরায়ু কেটে ফেললে ক্যানসারের সম্ভাবনা থাকে না
বাস্তবতা: জরায়ু অপসারণ করলে ঝুঁকি কিছুটা কমে, কিন্তু ডিম্বাশয় না কাটলে পুরোপুরি ঝুঁকি চলে যায় না। এমনকি ডিম্বাশয় না থাকলেও শরীরের অন্য অংশে এই ধরনের ক্যানসার দেখা দিতে পারে।
ডিম্বাশয়ের ক্যানসার মারাত্মক, কিন্তু সচেতন হলে অনেক ক্ষেত্রেই তা প্রতিরোধ বা প্রাথমিক অবস্থায় ধরা সম্ভব। নিজের শরীরের প্রতি মনোযোগ দিন। উপসর্গগুলো অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। একটু সচেতনতাই পারে জীবন বাঁচাতে।
মারিয়া