ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে শরীয়তপুর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২:৩২, ২০ মে ২০২৫

ঢাকায় তারুণ্যের সমাবেশ উপলক্ষে শরীয়তপুর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছ‌বি: জনকণ্ঠ

“তারুণ্যের ভবিষ্যৎ, ভবিষ্যৎ বাংলাদেশ”— এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৭ মে ২০২৫ “তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি” শীর্ষক সেমিনার এবং ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে শরীয়তপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে ২০২৫, মঙ্গলবার বিকেল ৩টায় শরীয়তপুর অডিটোরিয়ামে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝি। সভা সঞ্চালনা করেন সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক সাব্বির আহমেদ দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও ফরিদপুর বিভাগীয় প্রস্তুতি সভার সহ-সমন্বয়ক মাহমুদুল হাসান বাপ্পী এবং সাবেক সহ কোষাধ্যক্ষ ও সহ-সমন্বয়ক রোকনুজ্জামান তালুকদার রোকন।

সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার এবং শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সদ্য সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, সখিপুর থানার সভাপতি মাসুম বালা, নড়িয়া উপজেলার সভাপতি নিক্সন খান ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, জাজিরা উপজেলার সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক দবির বেপারী, ভেদরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ফারুক তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা তারুণ্যের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এম.কে.

×