ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ধামরাই

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ২২:২১, ২০ মে ২০২৫

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম

কুল্লা ইউনিয়ন পরিষদ ভবনে খুলে পড়ছে ছাদের পলেস্তারা

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম। সেবা গ্রহীতাসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা বলেছেন, যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। দ্রুত সংস্কার ও নতুন ভবনের দাবি সংশ্লিষ্টদের।
১৯৮০ সালে নির্মিত ভবনে চলছে সেবা কার্যক্রম। পুরানো ভবন ভেঙে নতুন ভবন তৈরির জন্য পরিষদের পাশে নিচু জায়গায় মাটি ভরাট করা হলেও ভবন নির্মাণের নামে চলছে শুধুই কালক্ষেপণ।
জন্মনিবন্ধন, বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধীভাতাসহ নানা প্রয়োজনে প্রতিদিন শত শত সেবা গ্রহীতা আসেন সেবা নিতে। তবে কর্মকর্তা-কর্মচারীসহ সেবা গ্রহীতারা থাকেন দুর্ঘটনার আশঙ্কায়।
টানা ৪৪ বছর ধরে একই ভবনে বসে সেবা দিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধিরা। বর্তমানে একই কক্ষে বসে সেবা দিয়ে যাচ্ছেন প্রশাসক, সচিব, ইউপি সদস্যরা। ভবনের শুধু দেওয়ালের প্লাস্টারই নয়, ধ্বসে পড়েছে ছাদের আস্তর। সেবা গ্রহীতাসহ কর্মকর্তাদের ওপর পুরানো ভবনের প্লাস্টার ধ্বসে আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুধু কুল্লা ইউনিয়ন পরিষদের ভবনই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ নয়,  মধ্যে আরও রয়েছে নান্নার ইউনিয়ন পরিষদ, রোয়াইল, বাইশাকান্দা, যাদবপুর ইউনিয়ন পরিষদের ভবনও।

সেবা নিতে আসা আব্দুস সালাম বলেন, আমি এসেছি চেয়ারম্যানের সার্টিফিকেট নিতে। এসে দেখি পরিষদের নাজেহাল অবস্থা। ছাদের আস্তর-প্লাস্টার  ধ্বসে পড়ছে। আমি পরিষদটি সংস্কারের দাবি জানাচ্ছি। আপর এক সেবা গ্রহীতা ইউসুফ আলী বলেন, এই ভবনটি অনেক পুরানো। এটা ভেঙে ভেঙে পড়ছে। রাতে গ্রাম পুলিশেরা এই ইউনিয়ন পরিষদটি পাহারা দেন। এক রাতে এক গ্রাম পুলিশের ওপরে ছাদের আস্তর খসে পড়লে তিনি আহত হন। 
আহত গ্রাম পুলিশ হরিলাল সরকার ও মহর আলী বলেন, আমরা রাত-দিন এই ইউনিয়ন পরিষদে ডিউটি করি, আমাদের ভয় করে কখন যেন আবার আমাদের ওপর ছাদ ভেঙে পড়ে। এর আগে আমাদের ওপর ছাদ ভেঙে পড়েছিল। আমরা সব সময় আতঙ্কের মধ্যে ডিউটি করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, আমাদের কুল্লা ইউনিয়ন পরিষদসহ উপজেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদ জরাজীর্ণ। তবে কুল্লা ইউনিয়ন পরিষদটি বেশি ঝুঁকিপূণ। এই ইউনিয়ন পরিষদটির নতুন ভবনের জন্য ডিপিতে অন্তরভুক্ত করা হয়েছে।

×