ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম মৌমিতা

আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ)

প্রকাশিত: ১৮:৫২, ২০ মে ২০২৫

নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম মৌমিতা

ছ‌বি: জনকণ্ঠ

জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ময়মনসিংহের ত্রিশালের মেয়ে মৌমিতা আক্তার।

সে ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ক্ষুদ্র ব্যবসায়ী এমদাদুল হক এবং সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মোসা. তাসলিমা আক্তারের কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, মৌমিতা শুকতারা বিদ্যানিকেতন থেকে বিজ্ঞান বিভাগে ২০২২ শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ-৫ এবং ত্রিশাল সরকারি নজরুল কলেজ থেকে মানবিক বিভাগে ২০২৪ শিক্ষাবর্ষে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের সেবা করা। সেই ইচ্ছা পূরণে সে ময়মনসিংহ শহরের একটি নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় নার্সিং ভর্তি পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন করে সে।

মৌমিতার বাল্য বিদ্যাপিঠ শুকতারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বলেন, "মৌমিতার এই অর্জনে তার বাবা-মার পাশাপাশি আমরা শিক্ষকরাও গর্ববোধ করি। সে ছোটবেলা থেকেই ভালো শিক্ষার্থী ছিল। তার এই সাফল্যে আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে।"

এম.কে.

×