ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

কুষ্টিয়ায় গ্রামীণ মেলা নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ০০:১৪, ২১ মে ২০২৫

কুষ্টিয়ায় গ্রামীণ মেলা নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ১১

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোগলা চাপাইগাছি বাজারে দেড় শত বছরের পুরোনো গাজীকালু-চম্পাবতী মেলা বসানোকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে। মেলার অনুমতি না থাকলেও স্থানীয়রা দোকানপাট বসাতে শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয়।

জামায়াত নেতাদের দাবি, মেলায় অশ্লীলতা ও জুয়া চলায় তারা প্রতিবাদ জানাতে গেলে বিএনপির সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অপরদিকে, বিএনপি নেতাদের অভিযোগ, জামায়াতের শতাধিক কর্মী টুপিপরা অবস্থায় দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

আহতদের মধ্যে জামায়াতপন্থিদের ছয়জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আছেন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, কুদ্দুস প্রামাণিক (৭০), তুহিন হোসেন, জিহাদ হোসেন, জামাত আলী ও ইউনুস আলী।

অন্যদিকে বিএনপি সমর্থক পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান, শিক্ষক টিপু সুলতান, সুকুর শেখ, শরীফ এবং আসাকুর রহমান। তারা কুষ্টিয়া সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মেলার মাঠে বেশ কয়েকটি দোকান ভাঙচুরের চিহ্ন রয়েছে। বাজারের কলা ব্যবসায়ী নাদের শেখ (৬৫) বলেন, মেলা দেখতে গিয়েছিলাম, দেখি দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। জামায়াতের লোকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল।

পাবনার চাটমোহর থেকে আসা দোকানদার আরজ আলী কাঁদতে কাঁদতে বলেন, সন্ধ্যার একটু আগে কয়েক শত লোক রামদা, হাঁসুয়া, লাঠিসোঁটা নিয়ে দোকানে হামলা চালায়। আমি পালিয়ে যাই। পরে এসে দেখি সব মালামাল লুট হয়ে গেছে। প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, মেলার জন্য প্রশাসনের অনুমতি ছিল না। দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, স্থানীয়দের উদ্যোগে প্রায় ১৫০ বছর ধরে এই মেলা আয়োজন হয়ে আসছে। এবছর অনুমতি না থাকলেও দোকান বসানো শুরু হলে দ্বন্দ্বের সূত্রপাত হয়।

আলীম

×