
ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী অন্যতম বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্কের ভিতরে অবৈধভাবে গড়ে উঠা ৬৫টি দোকান উচ্ছেদ করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২০ মে) দুপুর ২টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ময়মনসিংহ বন বিভাগের প্রধান বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম ও সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খানের উপস্থিতিতে এসব দোকানপাট উচ্ছেদ করা হয়।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি ঢিলার ২০০ একর বনভূমি নিয়ে মধুটিলা ইকোপার্ক গড়ে তোলা হয়। সরকারিভাবে প্রধান ফটক, ওয়াচ টাওয়ার, শিশু পার্ক ও মহুয়া রেষ্ট হাউস ভাড়া দেওয়া হয়। এর পাশাপাশি পার্কের ভিতরে অবৈধভাবে গড়ে উঠে বিভিন্ন পন্যের দোকান।
মঙ্গলবার দুপুরে প্রধান বন কর্মকর্তা বিষয়টি দেখে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন। পরে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন বিভাগের লোকজন ৬৫টি দোকান উচ্ছেদ করে দেয়।
এসময় মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চূড়া বিট কর্মকর্তা মো. কাউছার হোসেনসহ মধুটিলা রেঞ্জের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলীম