
ছবিঃ জনকণ্ঠ
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন রেলগেটের অদূরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত আব্দুল মোমিন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন আগে পেশা বদল করে একটি আমবাগানের পাহারাদার হিসেবে কাজ করছিলেন। আমবাগানটি রেললাইনের সন্নিকটে হওয়ায় প্রায়ই রাতে তিনি রেললাইনের ওপর বসে সময় কাটাতেন।
রেলওয়ে পুলিশ ও পরিবারের সদস্যদরা জানান, সোমবার (১৯ মে) রাতে প্রতিদিনের মতো আমবাগান পাহারায় ছিলেন আব্দুল মোমিন। অতিরিক্ত গরমে রাতের কোনো এক সময় রেললাইনের পাশে ঘুমিয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু বলেন, প্রায়ই তিনি রেললাইনের পাশেই বসে থাকতেন। ধারণা করা হচ্ছে, ঘুমিয়ে পড়ার কারণে ট্রেন আসার শব্দ বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় কপালের বাম পাশে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে রেললাইনের আশপাশে অবস্থান করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এএইচএ