
ছবিঃ সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈবধভাবে সীমান্ত পারাপারের সময় ১৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন ১৪ ও বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিলেন ৫ জন।
মঙ্গলবার (২০ মে) সীমান্তের বাঘাডাঙ্গা, কুসুমপুর ও কুমিল্লাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তারা নিজস্ব গোয়েন্দা তধ্যের ভিত্তিতে জানতে পারেন কিছু ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পারাপারে চেষ্টা করছেন। খবর পেয়ে বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সেসময় ভারত থেকে অভৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পুরুষ, নারী ও শিশুসহ ১৪ জন ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ৫ জনকে আটক করা হয়।
একই সময় গয়েশপুর বিওপি এলাকা থেকে ৮৭ পিস ভারতীয় চশমা ও ১২৯ পিস আতশবাজি উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। তাদের বাড়ি বাংলাদেশে মাগুররা, নড়াইল ও পিরোজপর জেলায়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ইমরান