ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

স্টারলিংক দিচ্ছে অবিশ্বাস্য স্পিড! যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

প্রকাশিত: ১৮:৫৬, ২০ মে ২০২৫

স্টারলিংক দিচ্ছে অবিশ্বাস্য স্পিড! যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

ছবি: সংগৃহীত

দ্রুতগতির ইন্টারনেট সেবা ও সাশ্রয়ী মূল্যের কিট সরবরাহের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্তের সূচনা করেছে স্টারলিংক। স্থানীয় গেটওয়ের মাধ্যমে পরিচালিত এই সেবা জাতীয় সার্বভৌমত্বেও কোনো বিঘ্ন ঘটাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্টারলিংকের ইন্টারনেট গতি হবে ৩০০ এমবিপিএস পর্যন্ত, যা গ্রাহকেরা শেয়ার করে ব্যবহার করতে পারবেন। ৪৭ হাজার টাকায় পাওয়া স্টারলিংক কিট শেয়ার ব্যবহারে খরচ অনেকটাই সাশ্রয়ী হবে।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার তুলনায় বাংলাদেশে কম মূল্যে স্টারলিংক সেবা মিলবে, যা দেশের প্রযুক্তি খাতে এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।   

আসিফ

×