ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আঞ্চলিক বাণিজ্যে জট পাকিয়ে ভারত নিজেই বিপদে!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ২০ মে ২০২৫; আপডেট: ১১:৩৫, ২০ মে ২০২৫

আঞ্চলিক বাণিজ্যে জট পাকিয়ে ভারত নিজেই বিপদে!

দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি (SAFTA) রয়েছে, যার লক্ষ্য পারস্পরিক বাণিজ্য বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। কিন্তু আঞ্চলিক এই উদ্যোগ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না ভারতের আত্মকেন্দ্রিক নীতি ও প্রভাব বিস্তারমূলক মনোভাবের কারণে।

প্রায় দুইশ কোটি মানুষের বাজার বিশিষ্ট এই অঞ্চলের মোট জিডিপি ৫.৩ ট্রিলিয়ন ডলার হলেও, সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য এখনো মাত্র ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ। এই বাস্তবতায়ও প্রতিবেশী দেশগুলোর জন্য একের পর এক বাণিজ্যিক প্রতিবন্ধকতা তৈরি করছে ভারত।

সাম্প্রতিক সময়ে, বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এর আগে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করে দেশটি।

বিশ্লেষকদের মতে, ভারতের একপাক্ষিক সুবিধার দিকে নজর দেওয়া বাণিজ্য নীতি দক্ষিণ এশিয়ার মধ্যে আস্থার ঘাটতি এবং বৈরি সম্পর্কের জন্ম দিচ্ছে।

বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান বাজার—প্রতি বছর ভারত এখান থেকে প্রায় ১০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। অপরদিকে, বাংলাদেশ ভারতের বাজারে রপ্তানি করে মাত্র দেড় বিলিয়ন ডলারের পণ্য। এমন বৈষম্যমূলক বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারে ভারত নিজেই।

সূত্র: https://www.youtube.com/watch?v=rHEQH3IMzqM

মুমু

×