ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের

প্রকাশিত: ১২:৩৭, ২০ মে ২০২৫

এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের

ছবি: সংগৃহীত।

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে এ বছর বিনামূল্যে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এই উদ্যোগে ফিলিস্তিনিদের হজের সম্পূর্ণ খরচ বহন করবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, যেসব ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি হামলায় স্বজন হারিয়েছেন, আহত হয়েছেন কিংবা যাঁদের পরিবারের সদস্যরা কারাবন্দি—তাঁদের জন্যই মূলত এই আমন্ত্রণ। সৌদি বাদশাহর এই মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের আওতাধীন ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে। সোমবার সৌদি বার্তা সংস্থা (SPA) জানায়, ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রা, সৌদি আরবে আগমন, আবাসন ও সেবা–সবকিছুর জন্য নির্বাহী পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৪ অথবা ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজ ও ওমরাহ বিষয়ক ‘দুই পবিত্র মসজিদের অতিথি প্রকল্প’-এর আওতায় এই বিশেষ হজ প্রোগ্রামটি বাস্তবায়িত হবে।

এই মানবিক পদক্ষেপ শুধু একটি ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগই নয়, বরং যুদ্ধাহত ও নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সৌদি আরবের সহানুভূতির বহিঃপ্রকাশ বলেই দেখছেন বিশ্লেষকরা।

নুসরাত

×