ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধিতে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মো: আফজাল হোসেন,কালিগঞ্জ,সাতক্ষীরাঃ

প্রকাশিত: ১৯:০৪, ২০ মে ২০২৫

মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধিতে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ছবি: জনকণ্ঠ

উপকূলীয় অঞ্চলের মৎস্যচাষিদের দক্ষতা উন্নয়নে সাতক্ষীরা জেলার কালিগঞ্জে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় আয়োজিত উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে "অ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ইমপ্রুভড ক্লাস্টার গ্রুপ মেম্বারস” শিরোনামের কর্মশালাটি
মঙ্গলবার (২০ মে) কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। 

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি.এম. সেলিম। এছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার নিশান মিয়া, মো. মনিরুজ্জামান, সুমন ঢালি, ও সাবিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রোগজীবাণু মুক্ত ও গুণগতমানসম্পন্ন চিংড়ি পোনা ব্যবহারের পাশাপাশি নিয়মিত পানির পিএইচ, লবণাক্ততা ও তাপমাত্রা পর্যবেক্ষণ করতে হবে। সেই সঙ্গে সুষম খাদ্য ব্যবহার করে মাছ চাষে অধিক লাভবান হওয়া সম্ভব।
এ প্রশিক্ষণ কর্মশালা ২০ মে থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত চলবে।  প্রশিক্ষনটিতে নিজদেবপুর চিংড়ি ফার্ম ক্লাস্টারের সদস্যরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে আধুনিক মৎস্যচাষ পদ্ধতি, টেকসই উৎপাদন প্রযুক্তি এবং ক্লাস্টার ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে জানিয়েছেন আয়োজকরা।
সংশ্লিষ্টদের আশা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা উপকূলীয় এলাকার মৎস্যচাষিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে টেকসই মাছচাষ ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাব্বির

×